শিক্ষা

চলতি মাসেই বিদ্যালয়ে বই যাবে শতভাগ

দেশের ৮৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে বই বিতরণ সম্পন্ন হয়েছে, আর চলতি মাসের মধ্যেই শতভাগ স্কুলে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোর নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করতে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো নিবন্ধন পায়নি, তাদের দ্রুত নিবন্ধনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের প্রতি তার সহমর্মিতা রয়েছে। তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *