২৩ বছর পর পরিবার ফিরে পেলেন জোসনা
২৩ বছর আগে অভাবের তাড়নায় মাত্র পাঁচ বছর বয়সে দূর সম্পর্কের এক চাচার মাধ্যমে ঢাকার একটি বাসায় কাজ করতে যান কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জোসনা। তবে ঘটনাচক্রে মাত্র দুই মাসের মাথায় সেখান থেকে হারিয়ে যান তিনি। এরপর একটি অচেনা পরিবারে বড় হন, যারা পরে তাকে বিয়েও দিয়ে দেন। বর্তমানে স্বামী শহীদুল ইসলাম ও ইয়াসিন নামে এক ছেলেসন্তান নিয়ে তিনি গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বসবাস করছেন। শহীদুল একটি প্রজেক্টে কাজ করেন, আর জোসনা পোশাক কারখানায় কর্মরত। হারিয়ে যাওয়া পরিবারের স্মৃতি বুকে ধারণ করে তাদের খুঁজে পাওয়ার চেষ্টাও চালিয়ে গেছেন তিনি। এভাবে কেটে যায় দীর্ঘ ২৩ বছর।
অবশেষে জনপ্রিয় অনুষ্ঠান ‘আপন ঠিকানা’র মাধ্যমে পরিবারের সন্ধান পান জোসনা। আরজে কিবরিয়ার উপস্থাপনায় এ অনুষ্ঠানে হারানো স্বজনদের ফিরে পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
জানা গেছে, জোসনা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার মো. আবুল হাসেমের মেয়ে। ‘আপন ঠিকানা’র ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে দেখা যায়, ২৩ বছর পর মা-বাবা, ভাইবোন ও স্বজনদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হৃদয়ছোঁয়া এ দৃশ্য নেটিজেনদেরও আবেগাপ্লুত করেছে।
ভিডিওটি ‘আপন ঠিকানা’ চ্যানেলে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এর আগে, ২৯ জানুয়ারি একই অনুষ্ঠানে জোসনা তার হারিয়ে যাওয়ার করুণ গল্প শেয়ার করেন। তার দেওয়া আংশিক তথ্যের ভিত্তিতে ‘আপন ঠিকানা’ টিম তার পরিবার খুঁজে বের করতে উদ্যোগ নেয় এবং অবশেষে সফল হয়।
জোসনা জানান, ২০০২ সালে তার মা বাবার অনুমতি ছাড়া তাকে ঢাকার যাত্রাবাড়ীর একটি বাসায় কাজে দেন। সেখানকার লোকজন তাকে ঠিকমতো কাজ করতে না পারায় মারধর করত। একদিন নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু পথ হারিয়ে ফেলেন।
একজন অচেনা নারীর পেছনে পেছনে হাঁটতে গিয়ে শেষ পর্যন্ত তিনি এক পরিবারের আশ্রয়ে চলে যান। সেই পরিবারে এক বছর থাকার পর তাকে আরেকটি পরিবারে পাঠানো হয়। এভাবে হাত বদল হতে হতে অবশেষে একটি পরিবারে স্থায়ী হন এবং সেখানেই বড় হন। তারা তাকে বিয়ে দিয়ে দেন।
জোসনা বলেন, “মা-বাবার পরিচয় না থাকায় আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। পড়াশোনাও করতে পারিনি। এমনকি দেশের নাগরিকত্বও পাইনি। অবশেষে আমার হারিয়ে যাওয়া পরিবার খুঁজে পাওয়ার জন্য ‘আপন ঠিকানা’ টিমসহ যারা আমাকে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার অফিসের শামীম ভাই, যিনি আমাকে ছুটি নিয়ে এই কাজ করতে সাহায্য করেছেন।”
অনুষ্ঠানের উপস্থাপক আরজে কিবরিয়া জানান, ‘আপন ঠিকানা’ গত চার বছরে প্রায় সাড়ে চার শতাধিক হারিয়ে যাওয়া মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, “অনেকেই আশায় থাকেন, কখন তাদের হারানো স্বজনকে এই অনুষ্ঠানে দেখতে পাবেন। আমরা আশা করছি, ভবিষ্যতে আরও বেশি মানুষ তাদের আপনজনকে ফিরে পাবেন।